মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

‘বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রমজানে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হাবীবুর রহমান। সিয়ামের মাসের পবিত্রতা রক্ষায় অধিক মুনাফা না নিতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। গতকাল আশুগঞ্জ প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি লিডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন তিনি। ইউএনও শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হানিফ মুন্সী, সেলিম পারভেজ, লিমা সুলতানা প্রমুখ। জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। আমাদের দক্ষতা অর্জন করতে হবে। তরুণ সমাজকে বাঁচাতে হবে মাদকের ছোবল থেকে। বন্ধ করতে হবে বাল্যবিয়ে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর