মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যোগাযোগে নবদিগন্তের সূচনা খুশির আমেজ লালমনিরহাটে

আজ চালু বহুপ্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস

লালমনিরহাট প্রতিনিধি

যোগাযোগে নবদিগন্তের সূচনা খুশির আমেজ লালমনিরহাটে

এক যুগ পর আজ উদ্বোধন হচ্ছে বহুপ্রতীক্ষিত ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন। সরাসরি বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত না হয়ে একটি শাটল ট্রেন দিয়ে চালু হচ্ছে এই আন্তনগর এক্সপ্রেস। ট্রেনটি দীর্ঘ ১৩ বছর পর চালু হওয়ার খবরে লালমনিরহাটসহ উত্তরের জেলাগুলোতে বইছে খুশির আমেজ। ট্রেনটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে যেমন নবদিগন্তের সূচনা হবে, তেমনিই ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। আদিতমারী উপজেলায় ট্রেনের স্টপেজ না হওয়ায় নাখোশ অনেকে। এ নিয়ে প্রতিবাদও হচ্ছে। জানা যায়, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এই আন্তনগর ট্রেনটি কয়েকবার ঘোষণা দিয়েও চালু না হওয়ায় ক্ষুব্ধ ছিল জেলাবাসী। এ নিয়ে একাধিক রিপোর্টও প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। এবার রমজানের প্রথম দিন (আজ) ট্রেনটি উদ্বোধনের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত শনিবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন বিষয়ক কর্মশালায় এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক কামরুল আহসান। বুড়িমারী স্থলবন্দর স্টেশন থেকে ঢাকা পর্যন্ত ট্রেনটি সরাসরি চলাচলের কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। একটি শাটল ট্রেন লালমনিরহাট থেকে বুড়িমারী স্টেশনে যাবে এবং একইভাবে ওই শাটল ট্রেনটি বুড়িমারী থেকে লালমনিরহাট স্টেশনে এসে মূল আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’-এ সংযোগ দেওয়া হবে। ট্রেনটি জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে গেলেও আদিতমারী বাদ দিয়ে অপর চার উপজেলায় রাখা হয়েছে স্টপেজ। এনিয়ে আদিতমারী উপজেলা সদরে গতকাল মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক বলেন, সব উপজেলা সদরে থামলেও আদিতমারীতে থামবে না এটা বৈষম্য এবং অদূরদর্শিতা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিসিও) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর ব্যাপারে বারবার মৌখিকভাবে প্রস্তুতির কথা বলা হয়েছিল, লিখিত কোনো নির্দেশ কখনই আসেনি। এবার ট্রেনটি চালুর ব্যাপারে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ লিখিতভাবে এসেছে। বুড়িমারী স্টেশনে ট্রেনের র‌্যাক, বগি পরিষ্কার পরিচ্ছন্ন করার ওয়াশফিটসহ অন্য অবকাঠামো এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট নেই। তাই একটি শাটল ট্রেন দিয়ে লালমনিরহাট স্টেশন পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করা হবে।’ আদিতমারী স্টেশনে ট্রেন না থামার কারণ হিসেবে তিনি বলেন, ‘স্টপেজের বিষয়টা মন্ত্রণালয় দেখে। আমাদের কিছু করার নেই।’ 

সর্বশেষ খবর