বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লায় ট্রাক উল্টে প্রাণ গেল চার শ্রমিকের

রাজবাড়ীতে বাইক চালানো শিখতে গিয়ে দুই বন্ধু নিহত

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত হয়েছেন চারজন শ্রমিক। রাজবাড়ীতে বাইক চালানো শিখতে গিয়ে প্রাণ গেছে দুই বন্ধুর। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : চান্দিনায় থামানো ট্রাকের পেছনে মাছবাহী ট্রাক ধাক্কা দিয়ে উল্টে চার শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলার মনপুরা থানার মনির হোসেন (২৮), হাবিবুর রহমান (৩২), আকতার হোসেন (৩৫) ও সাতক্ষীরার রফিকুল ইসলাম (২৩)। রাজবাড়ী : সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কে গতকাল ভোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- সদর উপজেলার ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবদুর রবের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন (২১)। স্থানীয়রা জানান, রাজন গত মাসে বাইকের জন্য গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে বাসায় ফিরলে গত শনিবার  বাবা-মা তাকে মোটরসাইকেল কিনে দেন। সকালে সাহরি খেয়ে বাইক চালানো শেখার জন্য রাস্তায় বের হন রাজন ও সোহাগ। শান্তিনগরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।  সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর সড়কে মহেন্দ্রা ও ইঞ্জিনভ্যান সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে সওজের এক সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। তার বাড়ি কলারোয়া উপজেলায়। শরীয়তপুর : চাঁদপুর মহাসড়কের রুদ্রকর এলাকায় সকালে কাভার্ড ভ্যান-নছিমন সংঘর্ষে লোকমান (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গার কানাপুকুর মাঠে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জীবন হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর