বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লেবুর বাজারে উত্তাপ

হবিগঞ্জ প্রতিনিধি

রমজান মাসের শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে লেবুর বাজার। কয়েক দিনের ব্যবধানে প্রতি হালি লেবুর দামে বেড়েছে প্রায় তিনগুণ। এ অবস্থায় লেবুর বাজার স্থিতিশীল রাখতে গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি জানান, এক ব্যবসায়ী ৪৪ টাকায় কেনা এক হালি লেবু ১২০ টাকা করে বিক্রি করছিলেন। কাগজপত্র দেখাতে না পারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৪ হাজার টাকা করে।

 

সর্বশেষ খবর