বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অবৈধভাবে বালু তোলায় ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার সময় একটি পাম্প ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড আটক করা হয়েছে। সোমবার এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ জানান, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে চাঁদের আলো নামে একটি পাম্প ড্রেজার মেশিন এবং দুটি বাল্বহেড আটক করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। আটক পাম্প ড্রেজার মেশিন ও দুটি বাল্বহেড নৌপুলিশের জিম্মায় রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর