বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাজার স্থিতিশীল রাখতে অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং কমিটি  গতকাল এ অভিযান চালায়। এ সময় চারটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা ও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেড এম নাহিদ হোসেন জানান, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর