বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুবকের কবজি কাটায় গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় কুপিয়ে মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, সুমন মিয়া (৩৪), সোহেল রানা (২৫), আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪) ও মো. ফজলু ওরফে তোতলা ফজলু (৩২)। গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করছে।

সর্বশেষ খবর