বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাট প্রতিনিধি

বিআরটিএ ও পাসপোর্ট অফিস এলাকায় যৌথ অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং চার দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। গতকাল জয়পুরহাট জেলা প্রশাসন ও র‌্যাব-৫ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদরের মামুনুর রশীদ, মাহাতাব, রেজানুর রহমান সাজু, আলম রশীদ ও রফিকুল।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানির অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, দালাল চক্র মোটরযান ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে আসছিল। এ ছাড়া অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় দালাল চক্রের সদস্যরা।

সর্বশেষ খবর