বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সড়কে ছয় জেলায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বরিশাল : গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় পথচারীকে চাপা দিয়ে একটি বাস পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সানুহার এলাকার সুমন ও কাদের। এদিকে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে মাহেন্দ্র উল্টে এক সাবেক চেয়ারম্যান নিহত ও ৮ জন আহত হন।

বগুড়া : শেরপুরের হাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একটি বেসরকারি কোম্পানির বিপণন ব্যবস্থাপক নজরুল ইসলাম নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগরে সকালে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

জামালপুর : জামালপুরের জোকারপাড়া এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মর্জিনা বেগম নামে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।

ভাঙ্গা (ফরিদপুর) : মঙ্গলবার ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নাঈম ফকির নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় ইটবোঝাই ট্রাক চাপায় সুমাইয়া আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর