বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্বর্ণ পাচার মামলায় পাঁচজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে স্বর্ণ পাচার মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। গতকাল বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াহইয়া আমিন, শেখ আমীনুর রহমান, মো. মনিরুজ্জামান রনি, শেখ জাহিদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম তারেক।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে মানিকগঞ্জের তরা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৪৩.৭ কেজি ওজনের ২২৭টি স্বর্ণের বারসহ ওই পাঁচজনকে আটক করে র‌্যাব। এ ঘটনার পরের দিন মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়।

সর্বশেষ খবর