শিরোনাম
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা
কবি নজরুল বিশ্ববিদ্যালয়

যৌন হয়রানির ঘটনায় দুই শিক্ষক বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে সহকারী অধ্যাপক সাজন সাহাকে চূড়ান্ত ও সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় (জরুরি) নেওয়া হয় এ সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সাজন সাহার অনৈতিক প্রস্তাবের বিরুদ্ধে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রী লিখিত অভিযোগ করেন।

এর পরপরই আন্দোলনে ফুঁসে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। গত বুধবার অভিযুক্ত দুই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি প্রদান করা হলে বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে বিশ্ববিদ্যালয়ে ফেরত আসে শিক্ষার্থীরা। জানা যায়, যৌন হয়রানির ঘটনা সামনে আসার পর থেকে অভিযুক্ত দুই শিক্ষকের বহিষ্কার দাবিতে টানা ১২ দিন আন্দোলন করে মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে একাধিকবার প্রশাসনিক ভবনে তালা, মিছিল, মোমবাতি প্রজ্বালন, সব অনুষদে তালা এমনকি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর