শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে পাথর নিক্ষেপ

ময়মনসিংহ প্রতিনিধি

জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে বুধবার রাতে পাথর ছুড়ে দুর্বৃত্তরা। পাথরের আঘাতে লোকোমাস্টার (চালক) আতিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ স্টেশনের আউটার প্রান্ত থেকে প্রায় ১ কিলোমিটার আগে এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সহকারী লোকোমাস্টার আবদুল হালিম ট্রেনটি চালিয়ে ঈশ্বরগঞ্জ স্টেশনে এনে দাঁড় করান। এই স্টেশনে প্রায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ট্রেনটি।

ময়মনসিংহ জংশনের স্টেশন সুপারিনটেন্ড্যান্ট নাজমুল হক খান জানান, ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকায় বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপে গুরুতর আহত হন লোকোমাস্টার। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ময়মনসিংহ জংশন থেকে রিজার্ভ লোকোমাস্টার সড়কপথে ঈশ্বরগঞ্জ গিয়ে ট্রেনটি চট্টগ্রামে নিয়ে যান।

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদী হাসান জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর