শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নদীতে রাস্তা বানিয়ে বালু বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নদীতে রাস্তা বানিয়ে বালু বিক্রি

বগুড়ার ধুনটে পানি উন্নয়ন বোর্ডের নদী খনন প্রকল্পের বালু ও মাটি ট্রাকযোগে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। এতে এদিকে যেমন সরকারের কোটি কোটি টাকার প্রকল্প ভেস্তে যাচ্ছে, তেমনি নদীর দু’পাড়ের ফসলি জমি ভাঙনের কবলে পড়ছে। বালু বিক্রির জন্য ইছামতি নদীর মাঝে রাস্তা বানিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাটিতে নদী পানিশূণ্য হয়ে পড়ায় জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এসব বিষয়ে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভূমি মালিকেরা। জানা যায়, ধুনট উপজেলার বাঙ্গালী ও ইছামতি নদীর নাব্য ফেরাতে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্পের কাজ হাতে নেয়। এক বছর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খনন করে বালু ও মাটি দিয়ে দুই পাড় বেঁধে দেয়। যাতে ফসলি জমি ভাঙনের কবল থেকে রক্ষা পায়। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের উত্তোলন করা বালু ও মাটি অবৈধভাবে বিক্রি করে আসছে। স্থানীয়রা জানান, ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা-দাসপাড়া গ্রামে ইছামতি নদীর ঘাটে এক্সেভেটর দিয়ে বালু ও মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি বিক্রির জন্য ইছামতি নদীর মাঝে রাস্তা নির্মাণ করা হয়েছে। এ কারণে নদী পানিশূন্য হয়ে পড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ধুনট পৌরসভার জিঞ্জরতলা গ্রামের কৃষক সোনা মিয়া ও দাসপাড়ার ফটিক চন্দ্র দাস জানান, নদীর দুই পাড়ে আমাদের কৃষি জমি রয়েছে। জমি চাষাবাদ করে সংসার চলে। নদীর মাঝে রাস্তা বানিয়ে পানিপ্রবাহ বন্ধ করে বালু বিক্রি করা হচ্ছে। এ কারণে ভাটিতে নদী পানিশূন্য হওয়ায় জমিতে সেচ দিতে পারছি না। এ ছাড়া নদী পাড়ের বালু ও মাটি বিক্রি করায় কৃষি জমি বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়বে। ধুনটের ইউএনও আশিক খান জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর