শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঢালাইয়ের পরই ছাদে ধস

নির্মাণাধীন রাঙ্গাবালী স্বাস্থ্য কমপ্লেক্স

পটুয়াখালী প্রতিনিধি

ঢালাইয়ের পরই ছাদে ধস

পটুয়াখালীর রাঙ্গাবালী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের ঢালাই শেষে ধসে পড়েছে ছাদের একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে ছোটোছুটি করেন শ্রমিকরা। ঘটনার পর রাতেই এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। সাত দিনের মধ্যে রাঙ্গাবালীর ইউএনওর কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাই চলছিল। সন্ধ্যার পর সামনের বারান্দার ছাদ ঢালাই দিচ্ছিলেন শ্রমিকরা। কাজ প্রায় শেষ এমন সময় বিকট শব্দে একাংশ ধসে পড়ে। জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে নির্মাণকাজ চললেও সন্ধ্যায় ছাদ ঢালাইয়ের সময় ওই বিভাগের কেউ উপস্থিত ছিলেন না। অথচ কাজ তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগের একজন উপসহকারী প্রকৌশলী নিযুক্ত আছেন। এ বিষয়ে জানতে নাঈম হোসাইন নামের ওই উপসহকারী প্রকৌশলীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাহাত হোসেন বলেন, পুরো ছাদটি ১০ হাজার স্কয়ার ফুট। এর মধ্যে বারান্দার অংশ ১৭৬ স্কয়ার ফুট। আমরা সবাই ইফতার করছিলাম। তখন আমাদের না বলে বারান্দার অংশ ঢালাই দেওয়া শুরু করেন শ্রমিকরা। সেন্টারিং ভালোভাবে না হওয়ায় ধসের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বল সেন্টারিংয়ের কারণে ছাদ ধসে পড়েছে। তারাহুরা করে কাজটি করছিলেন শ্রমিকরা। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসাইন বলেন, প্রকৌশলীকে না বলেই বারান্দার অংশ ঢালাই দেওয়া হয়। তখন বারান্দার ওই অংশ ঢালাইয়ের জন্য প্রস্তুত ছিল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর