শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে। গতকাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২০ জন অসচ্ছল নারী সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ইউএনওর সভাকক্ষে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় আসেন। বসুন্ধরা শুভসংঘের তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বারের ইউএনও নিগার সুলতানা। উপস্থিত ছিলেন-  অ্যাড. নাজমা বেগম, হাবিবুর রহমান,  লুৎফর রহমান বাবুল প্রমুখ।  ইউএনও বলেন, ‘মানবিক কাজ করে যাচ্ছে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।’

সর্বশেষ খবর