রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসকের অবহেলায় মৃত্যু

সিভিল সার্জন বললেন তদন্ত করে ব্যবস্থা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের বেসরকারি গ্র্যাজুয়েট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় মরিয়ম বেগম (৭৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মরিয়মের ছেলে জাকির হোসেন। লিখিত অভিযোগে জাকির বলেন, তার মা ২২ ফেব্রুয়ারি বাথরুমে পড়ে বাম পা ভেঙে যায়। ৩ মার্চ গ্র্যাজুয়েট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় মায়ের অপারেশন করেন ডা. নজরুল ইসলাম নাহিদ। যিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। অ্যানাস্থেসিয়া চিকিৎসক ছিলেন ডা. দেওয়ান মো. আমিনুল ইসলাম। অপারেশনের দুই দিন পর জ্ঞান না ফিরলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে অন্যত্র রেফার করার অনুরোধ জানান স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ কালক্ষেপণ করেন। ৬ মার্চ সকালে শজিমেক হাসপাতালে পৌঁছার পরই মা মারা যান। অভিযোগ প্রসঙ্গে ডা. নজরুল ইসলাম নাহিদ মোবাইল ফোনে বলেন, ‘মরিয়ম বেগমকে অজ্ঞান করে অপারেশন করা হয়নি। তার বাম পা অবশ করে অপারেশন করা হয়েছে। বয়সের কারণেই তার মৃত্যু হতে পারে। ডা. দেওয়ান মো. আমিনুল ইসলাম বলেন, রোগী অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিলেন। সন্তানদের লিখিত অনুমতি নিয়ে তাকে স্পাইনাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অপারেশন করা হয়েছে। ৫ ঘণ্টা আমরা রোগীকে সেবা দিয়েছি। এর পরও যে অভিযোগ করা হচ্ছে তা দুঃখজনক। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. তুলশী চন্দ্র দাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর