শিরোনাম
রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

অপসারণ করা হলো নদীতে নির্মিত রাস্তা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর বগুড়ার ধুনটে ইছামতি নদীতে নির্মাণ করা রাস্তা অপসারণ করা হয়েছে। গতকাল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের হস্তক্ষেপে ওই রাস্তা অপসারণ করা হয়। এতে ইছামতি নদীর পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে। পৌর এলাকার জিঞ্জিরতলা-দাসপাড়ায় অবৈধভাবে বালু বিক্রির জন্য নদীতে ওই রাস্তা বানানো হয়েছিল। জানা যায়, জিঞ্জিরতলা-দাসপাড়া ইছামতী নদীতে রাস্তা নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী খনন প্রকল্পের বালু ও মাটি বিক্রি করছিল প্রভাবশালীরা। নদীর মাঝখানে রাস্তা তৈরি করায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ।

ফলে ভাটিতে নদীর দুই পাশের জমিতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছিলেন কৃষক। এ নিয়ে খবর প্রকাশের পর ইউএনও তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। ইউএনও জানান, অবৈধভাবে বালু ও মাটি বিক্রি বন্ধে অভিযান চলছে। নদীতে রাস্তা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর