রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রোগীর ব্যবহারের লিফটে তোলা হয় নির্মাণসামগ্রী

হবিগঞ্জ সদর হাসপাতাল

হবিগঞ্জ প্রতিনিধি

২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীর ব্যবহারের লিফট দিয়ে তোলা হয় নির্মাণকাজের ইট। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশ করেন রোগী, তাদের স্বজনসহ সচেতন মহল। বিষয়টি নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ লিফট দিয়ে ইট তোলা বন্ধ করে দেয়। জানা যায়, ২৫০ শয্যার হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় আইসিইউ ওয়ার্ড নির্মাণ করছে পিউ ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ তদারকি করছে হবিগঞ্জ গণপূর্ত বিভাগ। শুক্রবার রাতে নির্মাণ শ্রমিকরা হাসপাতালের দুটি লিফটের একটি দিয়ে ইটসহ বিভিন্ন যন্ত্রাংশ ওপরে তুলছিলেন। এতে সাধারণ রোগী ও তাদের স্বজনরা লিফট ব্যবহার করতে না পেরে দুর্ভোগে পড়েন। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার সুমন আহমেদ বলেন, ‘আমাদের সব মালামাল মাথায় করে সপ্তম তলায় তোলা হয়েছে। আমি সাইটে না থাকায় শ্রমিকরা লিফট ব্যবহার করেছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে লিফট ব্যবহার করতে তাদের নিষেধ করেছি।’ হাসপাতালের তত্ত্ববধায়ক আমিনুল হক সরকার বলেন, ‘এর আগেও শ্রমিকরা লিফট দিয়ে ইট তুলেছেন। তখন আমরা তাদের নিষেধ করেছি।’ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাকিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর