রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অভিযানে দাম কমল তরমুজের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের থানা রোড ও চকবাজার ফলপট্টিতে সকালে যে তরমুজ বিক্রি হচ্ছিল ৮০০-৮৫০ টাকায় সেই তরমুজ দুপুরের পর বিক্রি হয় ৫০০-৬০০-তে। হঠাৎ দামের এ তারতম্যের কারণ ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযান। শহরের বিভিন্ন ফল বাজারে গতকাল দুপুরের পর অভিযান চালায় ভোক্তার সহকারী পরিচালক সোহেল শেখ। অভিযানের পর প্রতিটি তরমুজের দাম কমে ১৫০-৩০০ টাকা। সোহেল শেখ বলেন, ব্যবসায়ীরা যাতে কাছে বেশি দামে জিনিসপত্র বিক্রি না করেন সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর