বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে খুন বিচার দাবিতে থানা ঘেরাও

রংপুরে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুর ও গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে আহত নুরুন্নবী মিয়া (৪৭) গতকাল মারা গেছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আবদুল গোফফার ও জহুরুল মিয়া নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় বিচার দাবিতে গতকাল তার লাশ নিয়ে গ্রামবাসী ও স্বজনরা ফুলছড়ি থানা ঘেরাও করে। পরে উপজেলা পরিষদের সামনে তারা একই দাবিতে মানববন্ধন করে। এর আগে সোমবার প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুন্নবী। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে প্রতিবেশী গোফফার মিয়ার সঙ্গে নিহত নুরুন্নবী মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে নুরন্নবী মিয়াসহ কয়েকজন আহত হন। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ করেছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জুয়া খেলার বিরোধের জেরে জুয়েল ইসলাম মাজু (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে মন্থনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল মন্থনা চওড়াপাড়ার একরামুল হকের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় সত্রে জানায়, সোমবার সন্ধ্যায় দীঘলপাড়ার একটি বাঁশঝাড়ে জুয়ার আসর বসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জুয়েল বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় জুয়া খেলতে বাধা দিলে জুয়াড়িরা তাকে মারধর করে। তিনি বাড়ি ফিরে সন্ধ্যায় মন্থনা বাজারে গেলে তাকে রড ও লাঠি দিয়ে জুয়াড়িরা বেধড়ক পেটায়। স্থানীয়রা জুয়েলকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর