বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গরু ব্যবসায়ী সাদিকুল ইসলামকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ১১ মাস পর এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- পাবনার মোতালেব খন্দকার (৪২), রাজশাহীর আলতাফ হোসেন (৫৬) ও মোজাফফর হোসেন (২৫)। পুলিশ বলছে, এর মধ্যে মোতালেব খন্দকার মূল অপহরণকারী। পুলিশ এ সময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহার করা একটি প্রাইভেট কার ও ভুয়া নিয়োগ বাণিজ্যের কাগজপত্র জব্দ করেছে। সোমবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত বছরের ২২ মার্চ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে সাবেক মেম্বর ও গরু ব্যবসায়ী সাদিকুল ইসলাম গরু কেনার জন্য রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। সদর উপজেলার বিশ্বরোড মোড় থেকে তাকে অপরহণ করে।

সর্বশেষ খবর