বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। এ মামলায় অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদ প্রাপ্ত আসামির নাম রাকিবুল ইসলাম। তিনি জেলার ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গরু বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই নিহতের স্ত্রী ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর