বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

করতোয়ার সৌন্দর্যবর্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদী খনন, ডান তীরে ৭৩০ মিটার স্লোপ প্রটেকশন, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। পাউবো বগুড়া কার্যালয়ের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর