বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভালো নেই বাঁশ-বেত শিল্পের কারিগররা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ভালো নেই বাঁশ-বেত শিল্পের কারিগররা

এক সময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি এবং ব্যবসার কাজে ব্যবহার করতেন বাঁশ ও বেতের সরঞ্জাম। বাসাবাড়ি, অফিস-আদালতেও দেখা যেত বাঁশ-বেতের আসবাবপত্র। সময়ের পরিবর্তনে অনেকটা বদলেছে এ চিত্র। দিনে দিনে ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেত শিল্প। কুমিল্লার দাউদকান্দি উপজেলারও একই অবস্থা। এখানে বাঁশ-বেতের পণ্যের কদর নেই বললেই চলে।  উপজেলা ঘুরে দেখা যায়, হাটবাজারগুলো প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের দখলে। অথচ এক সময়ে এ এলাকায় বাঁশ-বেত দিয়ে তৈরি হতো গৃহস্থালি ও সৌখিন পণ্যসামগ্রী। এসব বিক্রি করে অনেকের সংসার চলত। এখন শুধু গ্রামীণ উৎসব ও মেলায় বাঁশ ও বেতের খোল, চাটাই, খালই, ধামা, টোনা, পলো, মোড়া, বুকসেলফ চোখে পড়ে। পৌরবাজারে বাঁশ-বেতের পণ্য বিক্রি করতে এসেছেন সময় চন্দ্র সরকার। তিনি জানান, ২৩ বছর থেকে এ কাজে জড়িত। হাতেগোনা কিছু কারিগর এ পেশা ধরে রেখেছেন। গৌরীপুর বাজারের বাঁশ-বেত পণ্যের কারিগর আবুল হাসেম বলেন, পূর্বপুরুষের পেশা কিছুতেই ছাড়তে পারছি না। ইলিয়টগঞ্জ বাজারের কারিগর শামসুদ্দিন বলেন, এ বাজারে শনি-মঙ্গলবার হাট বসে। হাটের দিন সামান্য বিক্রি হয়। বাকি সপ্তাহে গ্রামগঞ্জে ফেরি করে বিক্রি করি। কিছু সৌখিন মানুষ এখনো বাঁশ-বেত পণ্য কেনেন। এ কারণে আমাদের পেশা কোনোভাবে টিকে আছে।

সর্বশেষ খবর