বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হঠাৎ অসুস্থ হয়ে ৩০ শিক্ষার্থী হাসপাতালে

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল দুপুরে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, তাদের কারও মাথা ব্যথা, কারও শরীরে জ্বালা, কেউ অজ্ঞান হয়ে পড়েছে আবার কেউ কেউ শুধু কান্না করছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইদ জানান, বেলা ১১টার দিকে জাহিদ নামের অষ্টম শ্রণির এক ছাত্রের হাতে কলমের খোঁচা খেয়ে রক্ত বের হয়। তা দেখে অন্যরা ভয়ে পেয়ে কান্নাকাটি শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে আরও কয়েকজন ভয় পেয়ে যায়। তাদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা জানান, কোনো কোনো শিক্ষার্থী বাড়ি আসার পর অসুস্থ হয়েছে। তাদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, এতে ভয়ের কিছু নেই। ওরা আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়েছে। এটাকে মাস সাইকোলোজিক্যাল ইলনেস বলা হয়।

সর্বশেষ খবর