বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্লিপ বরাদ্দের অর্থে উপকরণ বাণিজ্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যালয়ের স্লিপ, রুটিন মেরামত ও প্রাক প্রাথমিকে বরাদ্দের অর্থ দিয়ে উপকরণ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষকরা। মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান, এ বিষয়ে বিদ্যালয় কমিটি বা শিক্ষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ আসেনি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে সিøপ, রুটিন মেরামত ও প্রাক প্রাথমিকে সরকারিভাবে অর্থ বরাদ্দ আসে। নিয়ম অনুযায়ী এ টাকা প্রত্যেক বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, মহেশপুর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়ম না মেনে নিজেই বরাদ্দের টাকায় সব উপকরণ কম দামে কিনে প্রধান শিক্ষকদের কাছে তিনগুণে বিক্রি করেন।

সর্বশেষ খবর