বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জিকে প্রকল্পের সব পাম্প এখনো অকেজো

সেচ খালে পানির দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে (গঙ্গা-কপোতাক্ষ) সেচ প্রকল্পের সব পাম্প এখনো অকেজো, সেচ খালে পানি নেই। এসব অকেজো পাম্প সচল করে পানিপ্রবাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল আলমডাঙ্গার পানিশূন্য জিকে খালের মধ্যে এ কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষক জোট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছর জিকে সেচ প্রকল্পের কোনো পাম্প এখনো চালু হয়নি। সেচ খালে পানি নেই। এ প্রকল্পের আওতাধীন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান, ভুট্টা, সবজি ও অন্যান্য ফসল আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকরা বলেন, জিকে খালের আওতাভুক্ত জমির সেচ ব্যবস্থা পুরোপুরি এর ওপর নির্ভরশীল। অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, শাহ আলম মন্টু, ইমদাদুল হক, আবদুল মালেক প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

খালে পানি না থাকায় এ এলাকার বোরো ধান, ভুট্টা, সবজি ও অন্যান্য ফসল আবাদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অনেক এলাকার ফসল নষ্ট হয়ে গেছে, অনেক এলাকায় সেচের অভাবে চাষ করা সম্ভব হয়নি। এ সময় ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণসহ অবিলম্বে জিকে সেচ প্রকল্পের পাম্প সচল করার দাবি জানান তারা।

সর্বশেষ খবর