বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যৌন হয়রানি রোধে সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

সামাজিকভাবে নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ আন্দোলন শুধু নারী সমাজ বা শিক্ষার্থীর নয়, এ আন্দোলন সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা এবং দিনাজপুরে কিশোরী নিপীড়নের প্রতিবাদে গতকাল মহিলা পরিষদ দিনাজপুর শাখার উদ্যোগে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

কানিজ রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মো. শফিকুল ইসলাম, সুলতান কামাল উদ্দীন বাচ্চু, রতন কুমার রায়, অমৃত রায়, রওনক আরা হক নিপা প্রমুখ। বক্তারা বলেন, একটা সভ্য রাষ্ট্রে এ ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এ বাংলাদেশ চাই না। শিক্ষাপ্রতিষ্ঠানে নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে কার্যকর করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও সামাজিক অবস্থান ইতিবাচক হওয়া বাঞ্চনীয়। অপরাধের শাস্তি নিশ্চিত করা আইনের শাসনের অন্যতম পূর্বশর্ত। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা বাড়ছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর