বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রঙের কৌটায় দুধ, তিন ব্যবসায়ীকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, রঙের কৌটায় তরল দুধ বিক্রি, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় শহরের শাহজালাল স্টোর, সাইদ ফার্মেসি ও তোবারক হোসেনের চালের দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মামুনুল হক জানান, অভিযানের সময় দেখা যায় বিশেষ করে শাহজালাল স্টোরে সরকারিভাবে নিষিদ্ধ এমন পণ্য যেমন ইন্ডাস্ট্রিয়াল রংমিশ্রিত খোলা চিপস, রঙের কৌটায় তরল দুধ ও মেয়াদোত্তীর্ণ নানা পণ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রংমিশ্রিত পণ্য ও রঙের কৌটায় তরল দুধ ক্যান্সারের ব্যাপক ঝুঁকি বহন করে।

 

সর্বশেষ খবর