শিরোনাম
শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নাঙ্গলকোটে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপ ও ডাউন লাইনে চার দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক

লাকসাম প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার চার দিন পর গতকাল ভোরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার রাত ১১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজে নিয়োজিত ট্রেনের ইঞ্জিন হাসানপুর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। গতকাল ভোররাতে আরেকটি উদ্ধারকারী ট্রেন ওই ইঞ্জিনটি উদ্ধার করে। ওই রেলপথের ২০৮ নম্বর ব্রিজের কাঠের স্লিপার ভেঙে ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয় বলে ধারণা স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধুরী শিপন ও প্রত্যক্ষদর্শীদের। শিপন বলেন, দুর্ঘটনাটি যে ব্রিজে ঘটেছে ওই ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে, কাঠের স্লিপারগুলো নষ্ট, নাটবল্টু ও ক্লিপগুলো ঝরে পড়েছে। ঝুঁকি নিয়ে এ পথে ট্রেন চলাচল করলেও ব্রিজ মেরামতে উদ্যোগ নেওয়া হয়নি।  দুর্ঘটনার পর রবিবার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত ওই রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া লাইন মেরামতের জন্য সোমবার দুপুর থেকে ৫ ঘণ্টা ও মঙ্গলবার ৩ ঘণ্টা, বুধবার ৫ ঘণ্টা বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। উল্লেখ্য, গত রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোটের শিহর গ্রামের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ৯টি বগি আলাদা হয়ে ছিটকে পড়ে।

সর্বশেষ খবর