শিরোনাম
শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টিতে লবণ উৎপাদন থমকে গেছে কুতুবদিয়ায়

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বৃষ্টিতে লবণ উৎপাদন থমকে গেছে কুতুবদিয়ায়

পানিতে ভেসে গেছে লবণ মাঠ

কক্সবাজারের কুতুবদিয়ায় গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে থমকে গেছে উপজেলার বিভিন্ন মাঠের লবণ উৎপাদন কার্যক্রম। এমন প্রতিকূল আবহাওয়ার দ্রুত পরিবর্তন না হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন লবণ চাষিরা। জানা গেছে, উপজেলার ৬ হাজার ৭৬৭ একর মাঠের লবণ বৃষ্টির পানির সঙ্গে মিশে গেছে। লেমশীখালীর লবণ চাষি গিয়াস উদ্দিন, আহমেদ উল্লাহসহ অনেকে জানান, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে ছড়িয়ে থাকা লবণ উঠানো সম্ভব হয়নি। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আলী আকবর ডেইল ইউনিয়নের চাষি নুরুল কাদের বলেন, লবণ উৎপাদন মৌসুম আর দুই মাস বাকি। বৃষ্টির কারণে বৃহস্পতিবার উৎপাদন বন্ধ রেখেছেন তারা। বাংলাদেশ ক্ষৃদ্র ও কুটির শিল্প (বিসিক) কুতুবদিয়ার লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকের হোছাইন বলেন, কালবৈশাখীর কারণে লবণ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষি লবণের মাঠের পলিথিনও তুলতে পারিনি।

সর্বশেষ খবর