শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর জন্ম পাবনা জেলায়!

পাবনা প্রতিনিধি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্ম পাবনা জেলায়। কাগজে কলমে তিনি পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে জন্মেছেন। কারণ ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে এ ইউনিয়ন পরিষদ। বিষয়টি নিয়ে এলাকায় চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে জন্মনিবন্ধন সার্ভারের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও। জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো। তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। সম্প্রতি তাঁকে জন্মনিবন্ধন সনদ দিয়েছে পাবনার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ। আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রউফ মোল্লা বলেন, ‘যিনি বাংলাদেশের নাগরিক নন, তার নিবন্ধন হয়েছে আমার ইউনিয়ন পরিষদ থেকে! এটা খুবই লজ্জার।’ পাবনার আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘বৈধভাবে জন্মসনদ সংশোধনের সময় নানা ঝক্কিতে পড়ে মানুষ। উল্টো দিকে কানাডার প্রধানমন্ত্রীর নামেও এক রাতে করা যায় জন্মসনদ!’ জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, ‘আহম্মদপুর ইউনিয়নে জন্মনিবন্ধনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর