শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

১৫৪ বাসের নামে মামলা, ১০টি জব্দ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে দ্রুতগতির লেনে দূরপাল্লার বাস দাঁড়িয়ে যাত্রী নামানোয় ১৫৪টি বাসের নামে মামলা করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি থাকায় জব্দ করা হয়েছে ১০টি। হাইওয়ে পুলিশ শিমরাইল ফাঁড়ির সদস্যরা গতকাল এ অভিযান পরিচালনা করেন। মহাসড়কের আটটি লেনের মধ্যে দুটি ঢাকাগামী এবং দুটি চট্টগ্রামগামী দ্রুতগতির লেন। এ ছাড়া সার্ভিস রোড রয়েছে উভয়দিকে দুই লেন করে। ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো কাঁচপুর সেতু পার হয়ে শিমরাইলে যাত্রী নামানোর জন্য লোকাল লেনে (সার্ভিসরোড) প্রবেশ করলে নিরাপদে নামতে পারে। চালকরা লোকাল লেনে না ঢুকে দ্রুতগতির লেনে যাত্রী নামিয়ে দেয়।

সর্বশেষ খবর