রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবনের নদী খাল বিষমুক্ত রাখার শপথ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের নদী খাল বিষমুক্ত রাখার শপথ

বাগেরহাট সংলগ্ন সুন্দরবনের একাংশ -ফাইলফটো

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদী ও খাল বিষমুক্ত রাখার শপথ নিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ম্যানগ্রোভ এ বনের পেশাজীবীরা। জেলা পুলিশের আয়োজনে বাগেরহাটের শরণখোলা থানা কমপ্লেক্সে গতকাল পেশাজীবী ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় সুন্দরবন সুরক্ষিত রাখতে এ শপথ নেওয়া হয়। সভায় অতিথিরা বলেন, সুন্দরবন আমাদের ফুসফুস। মানুষসহ প্রাণকূলকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এ বন। সেই ফুসফুসকে এক শ্রেণির অসাধু ব্যক্তি বিষ দিয়ে ধ্বংস করছে। বনের অভ্যন্তরে ছোট ছোট খালে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। বিষে শুধু মাছই নয়, অন্য জলজপ্রাণীও মারা পড়ছে। পানি বিষাক্ত হচ্ছে। বিষযুক্ত পানি ও মাছ খেয়ে বাঘ, হরিণ, পাখিসহ বন্যপ্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারীদের চিহ্নিত করে প্রথমে সচেতন করার চেষ্টা করতে হবে। এতেও কাজ না হলে আইন প্রয়োগ করতে হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম আশিকুর রহমান। শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর