রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ব্যবহারিকে নম্বর বেশি দেবে বলে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর দেবে বলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের বিরুদ্ধে। টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে একটি খাতার ভিতরে রাখছেন এবং সেখানে রোল নম্বর লিখে রাখছেন। প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, আমাকে ফাঁসানোর জন্য ভিডিও করে তা ছড়িয়েছে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর