সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লায় পাহাড় কাটার মচ্ছব

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় পাহাড় কাটার মচ্ছব

মাটি কেটে নেওয়ায় লালমাই পাহাড় পরিণত হচ্ছে সমতল ভূমিতে -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার লালমাই পাহাড় কাটায় দিন দিন সমতল ভূমিতে পরিণত হচ্ছে। এ নিয়ে প্রশাসনের তেমন মাথা ব্যথা নেই- অভিযোগ পরিবেশ সংগঠকদের। লালমাই পাহাড় রক্ষায় প্রশাসনের পৃথক উইংয়ের দাবি জানান তারা। স্থানীয় সূত্রমতে, কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলার কিছু অংশজুড়ে লালমাই অবস্থিত। বেশি অংশ পড়েছে সদর দক্ষিণ উপজেলায়। প্রতিদিন ব্যক্তি ও প্রতিষ্ঠানভিত্তিক পাহাড় কাটা হচ্ছে। বিশেষ করে পাহাড়ের বড় ধর্মপুর, ধর্মপুর, রতনপুর, বিজয়পুর, রাজারখোলাসহ বিভিন্ন এলাকায় কাটা হচ্ছে মাটি। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও আবার শুরু হয় পাহাড় কাটা। সরেজমিন লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকার জাপানি স্কুলের পাশে গিয়ে দেখা যায়, বন বিভাগের একটি পাহাড়ের একাংশ কেটে ফেলা হয়েছে। রাতের আঁধারে মাটি ব্যবসায়ী একটি চক্র পাহাড় কাটে জানান- স্থানীয়রা। কাটা পাহাড়ের লালমাটি এলোমেলো পড়ে আছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা লালমাই পাহাড় রক্ষায় জেলা প্রশাসক, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। প্রশাসন আন্তরিক না হলে পাহাড় রক্ষা করা কঠিন। সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, পাহাড়ের বড় ধর্মপুর এলাকার জাপানি স্কুলের পাশের কিছু অংশ কেটে ফেলেছে একটি চক্র। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এক ইঞ্চি ভূমিও দখল করতে দেব না। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম বলেন, আমরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে মাটিকাটা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আবারও অভিযান চালানো হবে।

সর্বশেষ খবর