সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাঁচ দিন সাগরে ভাসছিলেন ১২ জেলে

বাগেরহাট প্রতিনিধি

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গত শনিবার সন্ধ্যায় তাদের সাগর থেকে উদ্ধার করা হয়। ‘এফবি হানিফ মুন্সি’ নামের এই ফিশিং ট্রলার থেকে উদ্ধার জেলেরা হলেন- মাসুম মৌলভী, আবদুর রহিম, নিজাম উদ্দিন, হানিফ, আমিন, মেহেদী, মোশারফ, রুস্তম খলিফা, মেহেদী হাসান, শাহজাহান, অলিউল আসলাম ও জালাল। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে গতকাল ট্রলারসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর