সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন

জয়পুরহাটে বিশ্ববিদ্যালয় ছাত্র আবদুর রহিম হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল। দন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ আলী সরদার ঝন্টু, দেলোয়ার হোসেনের ছেলে মাহমুদ তারিক, ওসমান আলীর আবদুল গফুর, মামুনুর রশিদের ছেলে সোহাগ, জাহাঙ্গীর আলমের ছেলে তৌফিকুল ইসলাম, মনির উদ্দিনের ছেলে জুয়েল হোসেন বখতিয়ার ও দেলোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান। তাদের মধ্যে গফুর ও সোহাগ ছাড়া অন্যরা পলাতক। মামলা সূত্রে জানা যায়, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন কলেজ) মাস্টার্সের ছাত্র আবদুর রহিম ২০০০ সালের ৭ জানুয়ারি নিজ বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে আসেন। ১১ জানুয়ারি বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পর দিন দক্ষিণ কানুপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর