মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেহাল রাস্তায় দুর্ভোগ চরমে

কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

বেহাল রাস্তায় দুর্ভোগ চরমে

হেমায়েতপুর-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়কে গত শুক্রবারের বৃষ্টিতে জমে যায় পানি

হেমায়েতপুর-মানিকগঞ্জ-পাটুরিয়া আঞ্চলিক সড়কের বেউথা বাজারের সামনের রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে, ডোবায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। তখন বোঝার উপায় থাকে না এটি রাস্তা না জলাশয়। এ সড়ক দিয়ে ঝিটকা, হরিরামপুর, আরিচাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ফরিদপুরের মানুষও এ রাস্তা দিয়ে চলাচল করে। অথচ বেউথা ঘাট এলাকায় মাত্র ৫০ মিটার রাস্তার জন্য হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে ঝিটকা, হরিরামপুর, আরিচা, পাটুরিয়াসহ বিভিন্ন এলাকার যানবাহন ও হাজার হাজার মানুষ চলাচল করে। কিছু অংশ খারাপ হওয়ায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ-পাটুরিয়া আঞ্চলিক সড়কটি কাজে আসছে না। একটু বৃষ্টি হলেই রাস্তা কাদাপানিতে একাকার হয়ে যায়। বাধ্য হয়ে মানুষ ১০ কিলোমিটার ঘুরে যাওয়া-আসা করে। স্থানীয় ব্যবসায়ী বেল্লাল জানান, বৃষ্টিতে রাস্তা বন্ধ, তাই দুই দিন ধরে ব্যবসাও বন্ধ। ঝিটকাগামী মোটরসাইকেল চালক মিথুন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেক থাকলে এ রাস্তাটুকু আগে মেরামত করা হতো। এখন ১০ কিলোমিটার ঘুরে যেতে হবে। তিনি আরও বলেন, বেউথা ব্রিজের দক্ষিণ পাড়ে দীর্ঘদিন বন্ধ রেখে রাস্তার কাজ করা হচ্ছে। কারও কোনো মাথাব্যথা নেই। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে তা কীভাবে মাসের পর মাস বন্ধ থাকে। নবগ্রামের মিরাজ বলেন, অনেক সময় মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা কাদাপানি মেখে বাড়ি ফেরেন। হরিরামপুর এলাকার বিনয় সাহা বলেন, অল্প একটু খারাপ রাস্তার জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। এ রাস্তা দিয়ে জেলার প্রায় সব উপজেলার লোকজন যাতায়াত করে। ফরিদপুর জেলার লোকজনও এ রাস্তা দিয়ে চলাচল করে। একটু বৃষ্টি হলেই খারাপ রাস্তার জন্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়।  পৌর মেয়র মো. রমজান আলী বলেন, রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

সর্বশেষ খবর