মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্লাব ঘরে রাতে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করছেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। মাদক সেবনের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক জানান, সঙ্গদোষে অনেক কিছুই হয়। শিক্ষকের ইয়াবা সেবনের বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর