শিরোনাম
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

১৩২টি গণহত্যা স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা

নওগাঁ প্রতিনিধি

১৩২টি গণহত্যা স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা

আলাদা আলাদা পাত্রে ১৩২ স্থানের মাটি

২৫ মার্চ গণহত্যা দিবসে গতকাল নওগাঁয় ১৩২টি গণহত্যার স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা জানানো হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৩২টি স্থানের মাটি সংগ্রহ করে আলাদা আলাদা পাত্রে রেখে ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা। পরে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডি এম আবদুল বারি, সাধারণ সম্পাদক এম এম রাসেলসহ সদস্যরা। এম এম রাসেল বলেন, এখন পর্যন্ত জরিপ করে দেখা গেছে নওগাঁয় ১৩২টি স্থানে গণহত্যা চালানো হয়েছে। এ গণহত্যার তথ্য উপাত্ত সংগ্রহ, শহীদদের নাম-ঠিকানা, পেশা, বয়স সংগ্রহ করতে ১১ বছর ধরে কাজ করা হয়েছে। ১৩২টি গণহত্যা স্থানের মাটি যেখানে বদ্ধভূমি বা গণকবর রয়েছে সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। এতে সময় লেগেছে দুই মাসের মতো। গণকবরগুলো সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। সংগঠনের সভাপতি ডি এম আবদুল বারি বলেন, যাদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদের ব্যতিক্রমী আয়োজনে স্মরণ করা হয়েছে।

সর্বশেষ খবর