মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কলেজছাত্র আজহারুল ইসলাম (২৪) হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শহরের সাতমাথায় মানববন্ধন হয়েছে। লিখিত বক্তব্যে নিহতের মা রাবেয়া খাতুন বলেন, আমার ছেলে নিরাপরাধ। সে বাসার সামনে নিজের অফিসে অবস্থানকালে কয়েকজন চাঁদা নিতে আসে। চাঁদা না পেয়ে আজহারুলকে ডেকে নিয়ে হত্যা করে তারা। গ্রেফতার আসামি এবং এখনো যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। গত ২ মার্চ খুন হন আজহারুল।

 

সর্বশেষ খবর