বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

চুয়াডাঙ্গায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও রোটাভাইরাসের কারণে আক্রান্ত রোগী বেড়েছে। আক্রান্তের অধিকাংশই শিশু। শয্যা না পেয়ে অনেক রোগীই হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সেরা। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১ হাজারে বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে, এক সপ্তাহে শিশু ওয়ার্ডে ১৯০ শিশু ভর্তি হয়েছে। অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। এক সপ্তাহে ডায়রিয়া ওয়ার্ডের নারী, শিশু, বয়োবৃদ্ধসহ ২৩৭ রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে সহস্রাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। রোজায় অতিরিক্ত ভাজাপোড়া খাবার গ্রহণের ফলেও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।’

সর্বশেষ খবর