বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

মেহেরপুর প্রতিনিধি

খুলনা বিভাগীয় প্রকল্পের আওতায় ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনীর ঝোরাঘাট-কল্যাণপুর সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রুমানা এন্টারপ্রাইজ। কাজের দেখভাল করছে লেলিন কনস্ট্রাকশন। দরপত্র অনুযায়ী ১ নম্বর ইট দিয়ে কাজের কথা থাকলেও এলাকাবাসীর অভিযোগ কাজ হচ্ছে ২-৩ নম্বর ইট দিয়ে। স্থানীয়রা নিম্নমানের ইট ব্যবহারে বাধা দিলে তাদের দেওয়া হচ্ছে হুমকি।

লেলিন কনস্ট্রাকশনের সহযোগী শামিম আজাদ বলেন, কাজ তো আমরা এভাবেই করি। আমরা সবার সঙ্গে সমন্বয় করে চলি। গাংনী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে নিম্নমানের ইট ও খোয়া তুলে নিয়ে দরপত্র অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর