বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ল কিশোরী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌসি (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে  দোহাজারী-কক্সবাজার রেল সড়কের চকরিয়ার খুটাখালী নলবনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া দুর্বারমাট এলাকার শহীদুল্লাহর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আবদুল আওয়াল বলেন, সেহরি খেয়ে মায়ের সঙ্গে নামাজ পড়ে ফেরদৌসি। পরে মা ঘুমিয়ে পড়লে সে ঘর থেকে বের হয়ে রেল দেখতে খুটাখালী নলবনিয়া এলাকায় যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কক্সবাজার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

সর্বশেষ খবর