বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অটোরিকশার দখলে বগুড়া

♦ সড়কের ওপর দোকান ♦ যেখানে সেখানে পার্কিং ♦ শহরবাসীর ভোগান্তি

আবদুর রহমান টুলু, বগুড়া

অটোরিকশার দখলে বগুড়া

বগুড়া শহর এখন অটোরিকশার দখলে। এ ছাড়া যত্রতত্র গাড়ি-অটোরিকশা পার্কিং, ফুটপাত দখল, সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান, দোকানের মালামাল রেখে দেওয়া হয়েছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সীমাহীন ভোগান্তির শিকার শহরবাসী। স্থানীয়রা বলছেন, শহরে যানজট-ভোগান্তির মূল কারণ এসব অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক। যদিও যানজটমুক্ত রাখতে বগুড়া শহরে ইজিবাইক, অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে, শহরে অবৈধ যানবাহনের সংখ্যা ততই বেড়ে চলেছে। শহরে চলাচল করা এসব ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ট্রাফিক আইন মানছে না। তাদের কোনো বৈধ লাইসেন্সও নেই। ইচ্ছামতো যত্রতত্র রিকশা দাঁড় করিয়ে রেখে যানজটের সৃষ্টি করছে। উত্তরবঙ্গের ১৬ জেলা শহরের মধ্যে বগুড়া সবচেয়ে জনবহুল। এটি একটি বাণিজ্যিক শহর। এ জেলায় প্রতিদিন নানা প্রয়োজনে উত্তরাঞ্চলের অন্যান্য জেলার ৩ থেকে ৪ লাখ মানুষের সমাগম ঘটে। তারা ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে বগুড়ায় আসে। ফলে এ শহর সব সময় সরগরম থাকে। তার সঙ্গে শহরের মধ্যে নিয়ম না মেনে দিনরাত মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান যাতায়াত করে। এ ছাড়া বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত যানবাহন রাস্তার পাশে যেখানে সেখানে পার্কিং করা হয়; যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। এতে ১০ মিনিটের পথ যেতে লাগছে ঘণ্টার বেশি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও কোনো প্রতিকার হচ্ছে না। বগুড়া শহর কয়েক হাজার অবৈধ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বগুড়া শহরের মফিজ পাগলা মোড়, ঠনঠনিয়া, পিটিআই, সরকারি কলেজ, ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকায় সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, অটোগাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো করা হয়। এ ছাড়া শহরের দত্তবাড়ী, বড়গোলা, থানা মোড়, সাতমাথা, খান্দার, রেলগেট, নামাজগড়, টিনপট্টি মোড়, তিনমাথা রেলগেট, চেলোপাড়া মোড়, জলেশ্বরীতলা সড়কেও যানজট লেগে থাকে। এসব পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। বগুড়ার শাজাহানপুর থেকে আসা রুহুল আমিন জানান, ব্যস্ততম এ শহরে অসংখ্য অটোরিকশা। সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া সময়সাপেক্ষ। প্রতিদিন শহরবাসী যানজটে পড়ছে। অটোরিকশা ও অটোবাইকগুলো বেআইনিভাবে শহরে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, বগুড়াকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলা হয়। আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত মানুষ এবং যানবাহনের চাপে সড়কে সৃষ্টি হচ্ছে মাত্রাতিরিক্ত জট; যা নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হচ্ছে। তবে প্রতি বছর এ সময়ে নানামুখী ইতিবাচক উদ্যোগ নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফেরে সড়কে। এ কারণে শহরে ইজিবাইক অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ খবর