বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

‘ধর্মীয় মূল্যবোধ মানুষকে আলোকিত করে’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ইসলামের প্রচার, প্রসার এবং গবেষণার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে উল্লেখ করে হুইপ আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে আছে। মানুষ যার যার ধর্ম উৎসবের মধ্যদিয়ে পালন করে আসছে। গতকাল দিনাজপুরে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন আবু তৈয়ব আলী, ইমদাদ সরকার প্রমুখ।

সর্বশেষ খবর