শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সেই কুমির বলেশ্বর নদে

বাগেরহাট প্রতিনিধি

পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা চারটি লবণ পানি প্রজাতির কুমিরের মধ্যে একটি পুরুষ কুমির ম্যানগ্রোভ এ বন ছেড়ে ১২৫ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে এখন পিরোজপুরের বলেশ্বর নদে অবস্থান নিয়েছে। গতকাল কুমিরটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ বাজার সংলগ্ন বলেশ্বর নদে অবস্থান করছিল। ১০ বছরের প্রাপ্ত বয়স্ক এ কুমিরটি চার দিন ধরে সমুদ্রের জোয়ার ভাটার সময় বলেশ্বর নদের নদমুল্লাহ বাজার থেকে চরখালী ফেরি ঘাটের মধ্যেই থেকেছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর