শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বেতন বৃদ্ধি ও ঈদে পূর্ণ বোনাস দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। জৈনাবাজারের গুলশান স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা গতকাল এ আন্দোলন করেন। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিতে চাইলে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে পিছু হটেন। দুপুর ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে গুলশান স্পিনিং মিলে চাকরি করছেন। কারখানা কর্তৃপক্ষকে বারবার বলার পরও কর্তৃপক্ষ সরকার নির্ধারিত কাঠামোতে বেতন দিচ্ছে না। বেতন সঠিক সময়ে পরিশোধ করা হয় না। নির্ধারিত ঈদ বোনাসের চেয়ে কম বোনাস দেওয়া হয়। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি। মাওনা হাইওয়ে থানার ওসি জানান, শিল্প পুলিশের পাশাপাশি মাওনা হাইওয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করতে কাজ করেছেন।

সর্বশেষ খবর