শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে আগুন, মৃত্যু একজনের

প্রতিদিন ডেস্ক

মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে আগুন, মৃত্যু একজনের

টাঙ্গাইলে মুখোমুখি সংঘর্ষে লরি ও কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরে ব্যবসায়ী নিহতের ঘটনায় ঘাতক পিকআপে আগুন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বৃহস্পতিবার রাতে লরি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। গাজীপুর : গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাতে কাভার্ড ভ্যান চাপায় নাজমুল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধ করে রাখে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় বৃহস্পতিবার রাতে গাড়ি চাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে।  সখীপুর (টাঙ্গাইল) : বৃহস্পতিবার রাতে ঢাকা-সখীপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাজিবুল হাসান সুজন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 সুজন উপজেলার বড়চওনা গ্রামের আবদুল বাছেদ মিলিটারির ছেলে। 

সর্বশেষ খবর